ভয় নয় সচেতনতা প্রয়োজন
- সৈয়দা ইয়াসমীন ১৮-০৫-২০২৪

ভয়ঙ্কর ভাইরাসটার নাম কভিড-১৯ করোনা তুচ্ছ তাকে ভেবো না, সে মরণঘাতি বেদনা। বাতাসের গতিতে ছড়িয়ে যায়, বড্ড ছোঁয়াছে, তাই সাবধানে থেকো, কাছে গেলে বিপদ আছে। ভেবো না শুধু তুমি, ভাইরাস পরিবারকেও ছুঁবে তোমার ভুলের মাশুল প্রিয়জনদেরও দিতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে,বার বার হাত ধুও, আড্ডাবাজি আর জনসমাগম থেকে দুরে রও। গরম জলে লেবু আর খাবে জিংক জাতীয় খাবার ভিটামিন সি খাবে, তবে শক্তি পাবে উঠে দাঁড়াবার বিশেষ প্রয়োজনে বাহির থেকে ঘরে যখন ফিরবে ধুঁয়ে নিবে ষাট ডিগ্রী গরমে যা কিছু গায়ে জড়াবে। জুতা পরিস্কার করতে কিন্তু একদম  ভুলোনা জুতার মাধ্যমেও ছড়াতে পারে জেনো করোনা। বাহিরে থাকা কালে মাস্ক ব্যবহার ভুলা যাবে না জেনো, সাথে গ্লোভস লাগানোর নেই কোন তুলনা। আত্মীয়-স্বজনের বাড়িতে আসা বন্ধ করে দাও করোনা শেষে সবকিছু হবে শুধু তাই বলে দাও যতই হোক রাগারাগি মন কষাকষি সব ভুলে যাও তাদের জন্যেও এতেই মঙ্গল তুমি তা জেনে নাও। ভাইরাস থেকে মুক্ত হতে সচেতনতার বিকল্প নাই আসো সবাই মিলে লক ডাউনকে স্বাগত জানাই চলো না ঘরে বসে থাকি সবাই কিছুদিনের জন্য করোনা যাবে মরে ভাই, জীবন হবে সুন্দর অনন্য। ভয় নয়, সচেতনতাই হবে আমাদের হাতিয়ার করোনার সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আবার। শুনো, বাঁচতে হলে একটাই কথা  ঘরে থাকা চাই ঘরে বসে আল্লাহকেও কিন্তু স্মরণে রাখা চাই। বেশি বেশি ক্ষমা চাই পরম করুণাময়ের দরবারে যেন ভুল-ত্রুটি ক্ষমা করে গ্রহন করেন আমাদেরে। ২৪/০৩/২০২০ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।