আলোছায়া
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

দিনক্ষণ ধার্য হলো মধু মাসে,
আনন্দে দু'টি মন ভাসে।
বাজবে বিয়ের বাদ্য,
মনের ঘরে রবে আরাধ্য।

উড়বে পাখি খাঁচা ছেড়ে,
কাঁঠালিচাঁপার গাছটি ঘিরে।
বাড়ির পাশে আরশি নগর,
যেতে লাগে না অষ্ট প্রহর।

মন ছুটে যেতে চায় দিবানিশি,
বটের ছায়ায় বসতো পাশাপাশি।
আলোছায়ার খেলায় মনমাতানো বোলে,
আলতো ছোঁয়ায় ফুলের পাপড়ি উঠত দোলে।

কতই রাখা যায় তারে আড়াল,
পায়ের বেড়ি ভেঙে দেবে উড়াল।
দুখের দিনে শুধু হাতটা ধরে রেখো,
এ চোখে চোখ রেখে মনের ছবি আঁকো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৮-০৪-২০২০ ০২:৪১ মিঃ

অনুপম,