বৃষ্টি
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

বিজলি চমকাচ্ছে ঐ দুর আকাশে,
শীতলতার আবহ উত্তরার বাতাসে।
জোৎস্না গায়ে মেখে হাসছে মেঘে ঢাকা চাঁদ,
জানালায় মাথা রেখে প্রেয়সী জাগবে না রাত।

অলসতায় কেটে যাবে ভেবে পুরানো দিনের কথা,
বৃষ্টির গান শোনে চমকিয়ে উঠবে ঘুমন্ত গাছের পাতা।
বৃষ্টিপড়ার রিমঝিম শব্দে সুর তোলে ঘরের টিন,
শুকনো পাতাগুলো মরমর শব্দে বাজায় বীণ।

প্রবল দাবদাহের পরেই এলো প্রতীক্ষার বৃষ্টি,
নানা শঙ্কা মনের রেখে ভিজতে যায় কিশোরীটি।
নগ্ন পায়ে ছুঁয়ে দেখে গড়িয়ে পড়া বৃষ্টির জল,
খুব করে ভিজিয়ে নেয় শখে পরা শাড়ির আঁচল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।