অসীমের সীমায়
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

দিনের পর দিন বাড়ছে আক্রান্ত,
করোনার কাছে কি মানব জাতি পরাস্ত?
তুমি মারো আর তুমি বাঁচাও, তোমাকে স্মরি,
তুমি চাইলে বাঁচি আর তুমি চাইলে যায় মরি।

উপায় কিন্তু তোমার হাতে, মোরা তো পুতুল,
জীবনের প্রতিটি পরতে পরতে করি শুধু ভুল।
সরল পথে চালাও প্রভু, নতুবা হারাবো দু'কুল,
মানব আজি অসহায়, হৃদয়ে উঠেছে ক্রন্দনরোল।

পথ হারাইয়ে পথ খুঁজে যেতে অসীমের সীমায়,
তরী তার দিক হারায়, খুঁজে পায় না কোনো উপায়।
আশা তার বুকে নিরাশ হইয়া কাঁদে নিরবধি,
তোমার বিচারালয়ে করুণা প্রার্থী হয়ে অপরাধী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৬-০৪-২০২০ ১৯:৩১ মিঃ

ভালোই হয়েছে।