বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
- পীর সাহেব ইমরান বিন কফিল ১৯-০৫-২০২৪

বাঙ্গালী তুই মানুষ হবি কবে

____পীর সাহেব



বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
ঘুম থেকে উঠেই দেখি সরকার দোষলো বিরোধী দোষলো সরকার ,
দেশের এই ক্রান্তি লঙ্গনে এসবের কি খুব দরকার |



বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
কম্বল চুরি যা করে ছিলে তারাই আজ ত্রান চোর ,
খাটের নিচে তেল রেখে তারাই নেতা তারাই বাজায় সোর,



বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
৫ টাকার খাবার ১০ টাকায় খাই টিপস দেই ১৫ টাকা
রিক্সা ভাড়া কমিয়ে দেই, মনুষত্ব যে কোট টাইয়ে ঢাকা



বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
শিক্ষার নামে ব্যাবসা খুলি, প্রশ্ন ফাস করি রাতে
বোকার হাতে দেশ তুলে দেই,মূর্খরা ক্ষমতা পায় তাতে


বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
খাবারেতে ভেজাল দেই ২টাকা লাভের আশায়
সেই খাবার নিজে খাই, নিয়ে যাই বাসায়



বাঙ্গালী তুই মানুষ হবি কবে?
আর্মি দেখে সোজা হয়ে যাই, পুলিশ দেখলেই দেই ঘুস
আমরা বাঙ্গালী, আমাদের ফিরবে না কবু হুস

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

Dojieb
২৭-০৪-২০২০ ১৫:২২ মিঃ

পীর সাহেব, কবিতার সবচেয়ে বড় ব্যাপার কি জানেন- অনুভূতি। অনুভব না করতে পারলে কখনো তা লিখবেন না, ও লেখা টিকে থাকতে পারবেনা৷ আর লেখা শেষ হলে সেটা অন্তত দশবার পড়ুন, দেখবেন অনেক ত্রুটি চোখে পড়বে, সেগুলো শুধরে নেবেন৷ ভালো ভালো কবিদের লেখা পড়ুন রেগুলার, অনুভূতি নিয়ে পড়ুন, দেখবেন নিজের ত্রুটিগুলো চোখে পড়বে। আর আপনার বানান নিয়ে কিছুটা সমস্যা হয় বোধহয়, বানানটা একটু নিশ্চিত হয়ে নেবেন। দয়া করে আমার কথাকে জ্ঞান বা উপদেশ হিসেবে নেবেননা, সে যোগ্যতা আমার নেই৷ পাশে থাকার চেষ্টা করব ভাই৷ পুনরায় ক্ষমাপ্রার্থী এবং শুভকামনা জানাই।

ImranBinkafil
২৭-০৪-২০২০ ১৪:৪২ মিঃ

দাদা ভাই অবশ্যই পরবো

তবে আমি কবিতা নতুন লিখা শুরু করছি তো

তাই কেমন কবতা গুলো পরে জানালে ভালো লাগবে

Dojieb
২৭-০৪-২০২০ ১৩:২০ মিঃ

পীর সাহেব, নিজের কবিতায় অন্যকে দাওয়াত দেয়া বোধহয় ঠিক না৷ তবে একইরকম বক্তব্য দিয়ে আমার তিনটা কবিতা এখানে আছে-- অনেক হইছে, আমরাই তো মহামানব, একশোতলা। পড়ার দাওয়াত দিলাম। অন্যকে নিজের অখাদ্য পড়ার আহ্বান জানানোয় আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমাপ্রার্থী; কিন্তু লোভ সামলাতে পারলাম না। আপনার জন্য শুভকামনা জানাই। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।