দুর্নীতি
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

রাতের শেষে হবে যখন ভোর,
আপদ কেটে যাবে বাজবে নতুন সুর।
মানুষ হইয়া মানুষকে কেন ঠকাও,
অধিকার কেড়ে কি মানবতা দেখাও?

ভন্ডরা সদা প্রস্তুত থাকে মুখোশের আড়ালে,
সরলতার কাছে ওরা ধরা পড়ে অন্তিম কালে।
নিয়ম যেথায় অবরুদ্ধ অনিয়মের ফাঁদে,
ভন্ডরা ধরা পড়ে অবশেষে নিজেই কাঁদে।

সেজে সাধু সর্বদা ওরা পান করে ফুলমধু,
অসহায়কে ব্যবহার করে লাভ খায় শুধু।
সমাজে ওরা মাথা, ভাঙেন যত নিয়মনীতি,
কার এত্তো সাহস, ধরে ওদের দুর্নীতি?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-০৪-২০২০ ২১:০২ মিঃ

যথার্থ বলেছেন। ভালো লাগলো ।