মুক্তির বজ্রবাণি
- মো: জুবায়েরুল ইসলাম ১৯-০৫-২০২৪

মুক্তির বজ্রবাণি জুবায়েরুল_ইসলাম ( ০১) সাত'ই মার্চ রেসকোর্স ময়দানে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে তুমি ডাক দিয়েছিলে স্বাধীনতার৷ তোমার সেই বজ্রবাণি শুনে লাখো লাখো জনতা মুক্তির মিছিলে ঝাঁপিয়ে পড়েছিলো। তুমি বলেছিলে তোমাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে ই শক্রর মোকাবেলা করতে হবে। তোমার সেই বজ্রবাণি প্রতিটা বাঙ্গালির হৃদয়ে, মুক্তি র মশাল হয়ে পাকিস্তানি হায়নাদের, মোকাবিলা করার অনুপ্রেরণা জুগিয়েছিলো। তুমি বলেছিলে, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব এদেশের মানুষ কে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমার সেই বজ্রবাণি শুনে ৩০ লক্ষ জনতা'র বুকের তাজা রক্ত, ২ লক্ষ মা–বোনের সম্রম এর বিনিময়ে, অর্জন করে সবুজে র বুকে লাল পতাকা। তুমি আর কেউ নও, তুমি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার হাত ধরেই বাঙ্গালী হেটেছিলো স্বাধীনতার পথে। শেখ মুজিব তোমার এ আত্নত্যাগের কাছে, প্রজন্ম থেকে প্রজন্ম ঋণী হয়ে থাকবে। আমার "মুক্তির বজ্রবাণি" কবিতা বন্ধু তন্ময় কে উৎর্সগ করলাম। অনুপ্রেরণায়: বন্ধু ফারুক, বন্ধু ইসরাফিল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০২-০৫-২০২০ ১২:৩৫ মিঃ

খুবই ভালো লাগলো।