আজব দুনিয়া
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

উদ্ভ্রান্তের মতো মানুষ ছুটছে,
সুযোগ পেয়ে যে যেভাবে পাচ্ছে,
অপরের অধিকার ইচ্ছে মতো লুটছে।

দিকভ্রান্ত হয়ে ভর করছে ইবলিশের পর,
নিজেকে দামী করতে লুটছে নিজের ঘর,
শেষ গাড়ির যাত্রী হয়ে অসময়ে অতঃপর।

দানব কখনো মানুষ হয় না, আজীবন দানব,
স্বার্থের তরে মানব আজি হয়ে যায় দানব,
রঙের এ দুনিয়ায় ঘটছে সবকিছুই আজব।

বিশ্বাস আজ কতই ঠুনকো, সবই মায়া,
একদিন বেইমানি করবে নিজেরই ছায়া,
মায়াবী মায়াজালে পড়ে সাজবে বেহায়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।