তবুও সে যদি ফিরে আসে একবার
- মো: জুবায়েরুল ইসলাম ১৯-০৫-২০২৪

তবুও সে যদি ফিরে আসে একবার ....................জুবায়েরুল_ইসলাম কি এক মায়া ছিল তার মাঝে চেয়ে থেকেছি কত রাত, নির্ঘুম পেঁচাদের বেশে। গোলাপের পাপড়ি কুরিয়ে রেখেছি আমার অন্তর জমিনে। তবুও সে যদি ফিরে আসে একবার আমার অন্তর জমিনে। সময়ের ব্যবধানে উল্টো দিকে বয়ে চলা মন নিয়ে, দিগন্তের পানে পথ চেয়ে বসে থাকি একা। তবুও, সে যদি যদি ফিরে আসে একবার ! ঈর্ষা হয় পৃথিবীর ঐ আকাশে দিকে চেয়ে এত রংধনুর মাঝে পশ্চিমে কালো মেঘ খেলা করে। রংধনু এসে বারে বারে ছুঁয়ে যায় তাকে প্রকৃতি ব্যথা লয়ে যায় দূর থেকে দূরে, দিন শেষ হয়, আমি দাড়াই পথের দ্বারে। তবুও যদি সে ফিরে আসে একবার। গাছের পাতা গুলো ঝরে যায় অন্ধকারে পৃথিবী হারায় তার আলো কারা যেন কোথা থেকে এসে ছুঁয়ে যায় ঝড়া পাতা গুলো কে। তবুও সে যদি একবার ফিরে আসতো। সবই থাকে তবু আমি যাই হারিয়ে, গোধূলির নীল আভায়। আবার ফিরে আসি রাতের তারা হয়ে। তবুও সে যদি ফিরে আসতো একবার। উসর্গঃ প্রিয় মুখ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।