একটি খালি পকেট
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

একটি খালি পকেট -
হাজার মণি পাথরের চেয়েও ভারী,
হ্যান্ডল ছাড়া দু"চাকার এক গাড়ি।

একটি খালি পকেট -
জগতের অজস্র ভাবনার এক বিশাল আধার,
শুকিয়ে যাওয়া স্বচ্ছ জলের এক জলাধার।

একটি খালি পকেট -
সময়ের সাহসী লোকটির জ্বালাময়ী ভাষণ,
একটি হাতিয়ার, বন্ধ করার দুঃশাসন।

একটি খালি পকেট -
অবহেলায় পড়ে থাকা বারূদের গোলা,
পাহাড়ের গায়ে খসে পড়া এক চন্দ্রকলা।

একটি খালি পকেট -
উপহাসের এক করুণদশার ইতিহাস,
প্রতিটি পরতে পরতে লেখা মানবতার সর্বনাশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২১-০৫-২০২০ ০১:৩০ মিঃ

নিখুঁত প্রকাশ।