আইসিইউ বিছানা
- মোঃ হোসাইন জাকের - মায়াজাল ২০-০৫-২০২৪

কামনার বাসরে পেতে বুকভরা শ্বাস,
আইসিইউ বিছানার 'পরে তোমার বিশ্বাস।
শিরে বসে হাসে জগতের যম,
নিমিষেই কেড়ে নেবে তোমার দম।

করা যায় না তারে বশ দিয়ে চৌদ্দ আনা,
পাওনা হিসাব মিটিয়ে নেবেই ষোল আনা।
জমা ছিল যত সোনা-দানা, অষ্টখানা,
কোন কাজে তোমার ওসব আসবে না।

নিদানকালে ছেড়ে যাবে যত ছিলো সখা,
মনমাঝি বৈঠা হাতে কেঁদে মরবে একা।
শূন্য পড়ে থাকবে একদিন চারপাশ,
সাদা চাদরে ঢাকা রবে নিথর লাশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৪-০৫-২০২০ ১৪:১৪ মিঃ

Best wishes