অপেক্ষা
- মো: জুবায়েরুল ইসলাম ১৯-০৫-২০২৪

অপেক্ষা ......তন্ময়তার জুবায়েরুল_ইসলাম আমি আজও অপেক্ষায় আছি সে আমার জীবনে ফিরবে বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে পশ্চিমা নদের ধারে বসে আড্ডা দেব বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে খেলার মাঠে ঘুরে বেড়াব বলে সেই পুরোনো দিনের মতো সে ক্রিকেট খেলবে আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখবো বলে । আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে পুরনো দিনের মতো এক সাইকেলে দুজন ঝগরা করতে করতে ভার্সিটি'তে যাবো বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে সেই পুরনো দিনের মতো ভার্সিটি'র ক্লাস শেষ করে ফেরার পথে দুজন মিলে সিংগাড়া বা ছোলা খাবো বলে । আমি আজও অপেক্ষায় আছি তাহার কাছে সেই পুরনো দিনের মতো কারণে অকারণে বায়না করবো বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে বসে সেই পুরনো দিনের মতো তাহার আম্মুর হাতের রান্না খাবো বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে সেই পুরনো দিনের মতো গ্রামের অলিগলিতে ঘুরে বেড়াবো বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার সাথে সেই পুরনো দিনের মতো তার সাথে ঘুমাবো, ভোরের আলোতে তাহার আম্মু নাস্তা রেডি করে ডাকবে বলে। আমি আজও অপেক্ষায় আছি তাহার ছোট্ট বোনটি সেই আগের দিনের মতো তার মিষ্টি গলায় আমায় কাকু বলে ডাকবে বলে। উসর্গঃ ফারুক

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
৩১-০৫-২০২০ ২০:৫৪ মিঃ

Best wishes