ষোল আনা
- মোঃ বুলবুল হোসেন ২০-০৫-২০২৪

ষোল আনা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০২-২০২২ ইং

নিজের ঘরে চালের ফুটো
না দেখে চলে,
পরের ঘরে গন্ধ আছে
লোকে ডেকে বলে।

নাচ না জানলে উঠান বাঁকা
পাকিয়ে যায় গোল,
পরের মাথার বরই খেয়ে
চলে কেমন দোল।

কাকের মতো ঠোঁট কে মুছে
খাই নিতো কিছু,
এমন চলা নেইতো মানা
কে ডাকবে পিছু।

নিজের বেলায় ষোল আনা
হিসাব হয় পাকা,
পরের ক্ষতি কি আসে যায়
পেলে হয় টাকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।