পড়ন্ত বেলায়
- মোঃ বুলবুল হোসেন ২০-০৫-২০২৪

পড়ন্ত বেলায়
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০১-২০২২ ইং

ও পাগল মন ভেবে দেখো
ফিররে যখন নীড়ে,
জগৎ মায়া থাকবে না আর
যাবো বন্ধন ছীড়ে।

ধুলি মাখা গায় বলবে হায়
ঢাকা ঐ কুয়াশায়,
আমন ধানের পিঠা পুলি
ঐ পড়ন্ত বেলায় ‌।

সোনার বাংলা সবুজ ফসল
চলা নদীর তীরে,
তোমায় নিয়ে কতো স্বপ্ন
ছোট্ট জীবন ঘিরে।

মায়ার বাঁধন ছিন্ন করে
সবি যাবো রেখে,
শূন্য খাঁচা পড়ে রবে
কাঁদবে আমায় দেখে।

বুঝবে সেদিন ভালোবাসা
চলে যাওয়ার পরে,
আমায় শুধু পাবে সেদিন
ঐ কবিতা ঘিরে।

ক্ষমা করে দাও গো প্রভু
বান্দা তোমার গোলাম,
দয়ার সাগর প্রভু তুমি
তোমার দয়ায় এলাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।