হয়তো সে জানে না
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অজস্র প্রহর গুনে গুনে
আমি তোমাকে আবিস্কার করেছি
কিন্তু বিজ্ঞান সম্মত তরিৎ প্রবাহ দেখিনি,
বিদ্যুতের আলো এখনো পৌঁছায়নি
অন্ধকার কুটিরে-
তবু যেন চম্বুকের মহাকর্ষ্ নেচে উঠে
প্রবল উল্লাসে-
যার জন্য এত কিছু ! সেতো দূরে-বহুদূরে
কোন অসীমের সীমানায়
মোমবাতির মত ক্ষয় হয়ে যাচ্ছে
আর আমি প্রহর গুনে গুনে স্বপ্ন দেখছি
যারে আবিস্কার করলাম
সে আমার দুঃখ ! সে আমার চোরাবালি !
ভয়ঙ্কর যন্ত্রনা !
তবু ওই মিষ্টি হাসিটাই জীবন্ত করে প্রাণ
হয় তো সে জানে না
সেটাই আমার কোমলতম আবিস্কার ।
--------------------------------------
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।