এলমেলো ভাবনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওই দূর আকাশ রোদ মেঘ বৃষ্টি দেয়,
রঙ ধনু অপরূপ সাজে ভেসে বেড়ায়
অসীম আকাশের ঠিকানায়-
অপল দৃষ্টি ছুটে যায় রাত্রির পূর্ণিমায়
হিমেল শিশির বিন্দু ছঁয়ে যায়
পড়ন্ত বিকালে আলো আঁধার খেলায়
সন্ধ্যার ফুলগুলো হেসে উঠে
রাঙা্ আলপনার ঠোঁটে ঠোঁটে-
নদীর তলদেশে বয়ে যায় ঝর্ণা ধারা
ওই পাহাড়ের উঁচু টিলে
পথিক আমি পথহারা !!
তুব খুঁজে ফিরি সেইসব এলমেলো ভাবনা
যেখানে তুমি , শুধু তুমি আলপনা ।
জানি, হৃদয় নেই ! প্রেম নেই !
তবু ওই দূর আকাশে তোমার সূরভী পাই।
---------------------------------------


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।