শুধু বলাটাই বাকী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওইখানে, ঠিক ওইখানে
তোমাকে রেখেছি অতি যতনে !
জানতে পারি তার কতটুকু অনুধাবন করেছো ?
এই যে আমি , তুমি না হাসলেও
অন্তরে বুঝে নেই ফুল ফুটেছে কত
জানি অনেক কিছু আড়ালে, অনেক কিছু
হয়তো আমার জন্যই
অনেক কিছু বলতে চাও
প্রেমের যে প্রবল ইচ্ছা, সেতো জেগে আছে
শুধু বলাটাই বাকী
তবু যে বিপুল উচ্ছাস ! তবু যে বিপুল অশ্রুজল !
তবু যে তুমি
হৃদয়ের শোকেজে সাজানো গোছানো
একটি ফুলদানি-
রোজ রোজ দেখি, রোজ রোজ আলিঙ্গন করি
পরাগ রেণূতে কি মধুর মিলন !
শুধু বলনা হলনা
তুমি আমার ফুলদানির ফুল, প্রেমের জীবন্ত উৎস।
--------------------------------------------
১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।