হৃদয় ফটকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দৃঢ় শপথের স্পৃহা – বিজয়ের পতাকাতল,
যে বুজেছে তারে সে লুপেছে ধরনীতল।
এসেছে যুদ্ধ এসেছে বাঁধা এসেছে শত্রু দল
তব সে হয়নি নতশির, হয়নি নিস্ফল।
মুক্তির পতাকা দেখেছে সে নব পুস্পদল,
বিজয় উৎসবে মাথিছে শস্যক্ষেত্রতল।
যে সেই মহাবীর চির সত্য সুবর্ণলেখায়,
সে সুধাগন্ধে মধূবিন্দুভারে ক্ষণিক বসূধায়।
তারে ভালবেসে যায় অসীম মহাসিন্ধুনীর
হৃদয় ফটকে লিখা হয় নাম-বীর মহাবীর।
অসীম কল্লোলগীতে, চির উৎসবের রঙ্গে,
এই বিশ্ব গেয়ে যায় গান অমরত্বে সঙ্গে।
-----------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।