সর্বজনের প্রিয়তম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অন্তরে অন্তরে হতাশার রূপপ্রায়,
অসত্যের দাবানল ছড়ায়ে বসূধায়।
মানুষের মনুষ্যত্বেকে পুড়িছে আপনায়,
সত্য ভুলিছে সত্যের পথ মোহের অভিপ্রায়।
কলঙ্কের চূড়ায় সন্নাসি কাঁদিছে নির্জনে
ধবল গায়ে কালো চাঁদর প্যাঁচিয়ে সাধুজনে।
শোষন জুলুমের যে ইচ্ছা প্রাণে
আজ বিশ্ব দেখিছে ক্ষমতার সিংহাসনে।
স্বাধীনতা –অধিকার নহে কো উৎসবসম
ক্ষমতা আর অর্থ্ সর্বজনের প্রিয়তম।
ন্যায়নীতি নাই কো আর জগত চারিধার,
অসত্যের গর্জ্ন- তর্জ্ন আজিকায় দুর্বার।
-------------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।