রক্ত সরোবর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মুক্ত স্বাধীন এই আমাদের দেশ-
অধিকার শূন্য, হতাশাযুক্ত জীবন অশেষ।
মহাতামাশার রঙ্গ ভূমি এই বঙ্গ বুক
চোর ডাকাত দূস্যুতে দেখি রাঙা চোখ!
দুর্নীতি বিস্তৃত ক্ষমতার রন্ধে রন্ধে - ধরে,
উঁচু হতে নীচু একই মন্ত্র পড়ে !
জ্বলেগেছে দেহ ,তপ্তশ্বাস ,হৃদয়জ্বালাময়,
বিদ্রোহী কন্ঠ, সততাহীন, নিষ্ঠুর নির্দ্য় ।
নীতির দুর্ভিক্ষ মননপ্রান্তে,উত্তপ্ত বিপুল !
অধিকারে খরা, ধুঁধূঁ বালুচর ,জলহীন কূল।
চারিদিকে শুধু জুলুম অত্যাচারের তীব্রজ্বালা
প্রাণে প্রাণে রক্ত সরোবর নিস্তব্দ নিরালা।
--------------------------------------
১২-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।