লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওহে সামর্থবান মুমিন হজ্জে যাও এখনি ।
জিলহজ্জ মাস ডাকছে তোমায় তীর্থ্ ধরণী।
তুল হে. তুল হে বজ্র ধ্বনি !
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি’মাতা
লাকা ওয়াল-মুল্ক, লা শারিকালাক।
একত্ববাদ ঘোষনা করো ওই বিধাতার
যিনি দিয়েছেন ডাক এই বিশ্ব সমাহার
তাঁর হতে নাও নব জন্মের সমাচার
কবুল হজ্জ যে চির মুক্তির উপহার।
যদি না হও তুমি পবিত্র হজ্জের যাত্রী,
এই পৃথিবী হবে ওইদিন কালো রাত্রি !
যে জন না বুঝে, প্রভূ হতে ধিক ধিক !
যে জন বুঝে, তার মুক্তি ঠিক ঠিক।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লা-শারিকা-লাকা লাব্বাইক !
--------------------------------------


১৭-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।