অযূত বিষাদে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমায় ঘিরে এ প্রাণ স্বপ্ন বুঁনিছে খুব,
হৃদয়ে তাই তরঙ্গ দোলে স্বর্গিয় সব।
শিয়রে বসে কেউ যেন ডাকে আদরে,
তুমি এসো, তুমি আছো হৃদয় কিণারে।
তবু প্রেম মরে কেঁদে কেঁদে
তবু শুন্যতা ঘিরে অযূত বিষাদে।
------------------------------------
১৯-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।