তুমি এক বিপ্লবী সংগঠন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি এক বিপ্লবী সংগঠন,বিশ্বের বিষ্ময়!
তুমি দিয়েছো মুক্তি , তুমি এনেছো বিজয়
তুমি বাংলার নব সূর্য্দয়
তুমি এক সমর বিজয়ী দুর্বার নৌকা।
তুমি রক্তে আঁকা লাল সবুজ পতাকা
তুমি বাঙালিকে করেছো নির্ভ্য় নোঙ্গর
তুমি দিয়েছো নব ঠিকানা নব মাতৃক্রোড়
তুমি লিখেছো গর্বিত নাম স্বাধীন বাংলাদেশ
আজ জনতা তুলেছে শ্লোগান
জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু
তুমি এসেছো উদ্দাম ভয় হারা
তুমি ধরেছো হাল, দিয়েছো সাড়া
জনতা জেনেগেছে, তুমি এক বিপ্লবী সংগঠন
তুমি বাংলাদেশ আওয়ামিলীগ মুক্তির গর্জ্ন।
---------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৩-০৬-২৩ ইং।


২৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।