ভয়ঙ্কর অশনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এত প্রেম ভালবাসা ফেইসবুক পাতায়,
লাইক কমেন্টস কবিতায় কবিতায় ছড়ায়।
পিতা-মাতার প্রতি সন্তানের এত শ্রদ্ধাবোধ
ফেইসবুকে না এলে ভাঙতো না অবরোধ।
বাস্তবে মুহুর্মুহু বিস্ফোরণে যে পিতা চৌচির
সে সন্তান ফেইসবুকে বড় বেশী অস্থির।
খুব চমৎকার লাগছিল কবিতার চরন
তবু এখানে পিতা-মাতা হয় অগ্নি দহন !
এ প্রেম, এ শ্রদ্ধাবোধ চাইনাকো দুলাল,
যদি এহছান করো পিতা-মাতার বৃদ্ধকাল।
তবেই তুমি সু-সন্তান
ফেইসবুকের প্রেম ভালবাসা শ্রদ্ধাবোধ,
এ এক ছলনা, এ এক ভয়ঙ্কর অশনি !
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা
অন্তর হতে বলো হে ছেলে -মেয়েরা ।
---------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৪-০৬-২৩ ইং।
******************************
২৪-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।