এক যু্দ্ধের প্রহরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ছুঁতে গেলেই লজ্জাবতী পাতার মত
চাহনীটা লাজুক হয়ে উঠে তত !
তবু বাসনার জল বয়ে যায় অবিরত
তুমুল দোলা দেয় খুব গভীরে সতত !
এক যু্দ্ধের প্রহরে ভালবাসার দূর্গ্।
তবু এখানে অমৃতের সুখ -স্বর্গ্।
------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২৩ ইং।
******************************


২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।