হৃদয়ের নোলক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভালবেসে ফেলেছি, খুব ভালবেসে ফেলেছি,
জানি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলছি !
তোমার প্রতিটি হাসি একেকটা ঝলক !
তোমার অপলক দৃষ্টি হৃদয়ের নোলক।
বল না, ভুলি কি করে ?
তোমাকে যে ভালবেসেছি !হৃদয়ে এঁকেছি।
---------------------------------------
২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।