উড়ন্ত চুম্বনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কেউ যেন হৃদয়ে সদা করে কোলাহল,
কাছে নেই পাশে নেই তবু সে দলবল!
মিষ্টি হাসির ঝলকে কাঞ্চল পারুলে,
অপলক চেয়ে থাকে মধু ভরা ফুলে।
আমি তাই ভেসে যাই তরঙ্গ বানে
দূর হতে ডাক দেই উড়ন্ত চুম্বনে।
-------------------------------------


২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।