অসীম দিগন্ত পানে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এক যন্ত্রণার অগ্নি দহনে
প্রতিনিয়ত পুড়ছে প্রাণ নিঃশব্দে নির্জনে
অনিমেষে
আর অপলক দৃষ্টিতে মিষ্টি হেসে হেসে
অবিরত ছলনা করে যাও প্রবল উল্লাসে
যারে এতো ভালবাসি মনে-প্রাণে
সে এখন মূর্ছিত অসীম দিগন্ত পানে—
------------------------------------
২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।