যতই বলি ভুলেগেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যতই বলি ভুলেগেছি আপনার কাছে,
ততই তরঙ্গ উঠে প্রাণে নেচে নেচে !
এই প্রাণ নিয়েছে অধিকতর চিনে,
দিনের পর দিনে—
যেখানে তুমি শুধু তুমি প্রেমের মুঞ্জরী
এই অবুঝ প্রেমের অতন্ত্র প্রহরী ।
---------------------------------


২৮-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।