পৃথিবীর মঞ্চ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রাণে প্রাণে প্রেমের গান গাও আজি,
প্রেম শুন্যে দামামা উঠেছে বাজি।
মনুষ হারিয়েছে মনুষ্যেত্ত্বের হুশ !
পৃথিবীর মঞ্চ হয়েগেছে ফাঁকা ফানুস।
তাই আজি অনল শিখা দাউ দাউ জ্বলে
মানব রচিত শাখে শাখে ডাল পালে।
দানবেরা বেঁধেছে বাসা দেহে দেহে,
হারিয়েছে প্রেম ভালবাসা শ্রদ্ধাবোধ –স্নেহে।
-----------------------------------
২৯-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।