খুঁজে চলেছি হারানো প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমাকে কাছে পেয়েও বুঝতে পারিনি বলে
প্রেম ডুবে গেল অতল গভীরে,

অন্য কারো আনন্দ আয়োজনে
ফুলেল শুভেচ্ছায় আঁকাবাঁকা পাহাড়ের সানুতলে
অদম্য্ ছুটে চলেছো মধুচন্দ্রিমায়-

আর আমি একা ঘুরছি তপ্ত বালুচরে, খুঁজে চলেছি
হারানো প্রেম!
তোমাকে কাছে পেয়েও বুঝতে পারিনি বলে
প্রেম ডুবে গেল অতল গভীরে কিংবা অজানা কোন
উদ্ভাস্তু পথে-

জানি অভিমান করেছো, আমি যে অবুঝের মতো
না চিনেই হারিয়েছি তোমাকে
তুমি ঠিক এসেছিলে হৃদয়ের কাছে, খুব কাছে
হয়েছিলে শুন্যতার পূর্ণতা

আজো খুঁজে ফিরি তোমার সেই হৃদয়! যে হৃদয়
আমাকে দিয়েছিলে নিঃশর্তে—
প্রেম আজ বিরহের যন্ত্রনায়, হৃদয় খঁজে ফিরে তোমাকে-
----৩১-০২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।