লালসার পথ দীর্ঘ্ হয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অতিরিক্ত লালসার পথ দীর্ঘ্ হয়...
দিগন্তহীন উঁচু হলে পথ হরায় অন্ধকার গগণ
দৃশ্য- অদৃশ্য হয়
বাগানের বাসী ফুলে ফুলে পতনের মূর্ছায়
ড্রাস্টবিনে স্থায়ী হয় এপার-ওপার অনন্তময়।
তবু মানুষ আরো বেশী চায় অন্তর সিন্দুকে
অন্ধকার প্রাণের ডাকাতেরা পৃথিবীর প্রাচীর ভাঙ্গে
ঈর্ষার প্রাণ খুলে রক্তের তরঙ্গে নৌ চালে-
জীবনের নোঙ্গর ভুলে যায়--
লালসা যতই ঘিরে থাক-
দিন শেষে ফিরে পায় যবনিকার সংবাদ
ক্ষণিকের সব কিছু এইরূপ প্রতিশ্রুতিময়
আর হক সেখানে জ্যোতিময়—
অতিরিক্ত লালসার পথ দীর্ঘ্ হয়...
দিগন্তহীন উঁচু হলে পথ হরায় অন্ধকার গগণ
৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।