তোমারে করবে অনুভূব
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে প্রাণ—ফিরে এসো আল-কোরআনের ধারে
হে মানুষ—ফিরে এসো প্রিয় নবীজির পথ ধরে ।

যেখানে প্রাণ এসে থেমে যায়-
সেখানে পাখি দু’টো ডানা ছড়ায়
ফিরে এসো—ক্ষণিক ভবে আলোর ছায়াতল

গোলামেরা এখানে সর্বদা সরব
আল-কোরআন যেখানে গৌরব
নবীর আদর্শ্ সেখানে সৌরভ।

ওইদিন তোমাকে মুক্তির বার্তা শুনাবে
তোমারে করবে অনুভূব।

হে প্রাণ—ফিরে এসো আল-কোরআনের ধারে
হে মানুষ—ফিরে এসো প্রিয় নবীজির পথ ধরে ।

---৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।