সামান্য এ সত্যটুকু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কিছু প্রেমের উপমা রাখতে হবে হৃদয় খুলে
যদিও তুমি মাতৃকার ভূমিকা গিয়েছো ভুলে।
তোমার মাঝে দেখিনা প্রেমের আসল উপমা
ছলনার ভালবাসা দিয়ে পাবে কি ক্ষমা ?

যদিও প্রত্যহ আসে অগণিত সরল জনতা
তুমি তো হৃদয় খুলে ভালবাস না জননেতা!
নানা ছলনার বানে ভেসে যাও লোভের সাগরে
আর যাত্রীরা নোঙ্গর অপেক্ষায় থাকে বিভোরে

তবুও জনতা বরণ করে তোমাকে সব ভুলে
মাতৃকা চেয়েছে শুধু কিছু প্রেম প্রাণ খুলে ।
আর তুমি!
অনৈতিক, অনাচার .ব্যাবিচার চোর, ডাকাতের দলে
জনতা চেয়েছে শুধু তোমাকে সততার ফুলে।

তোমার অনেক ক্ষমতা, তুব স্থির হৃদয়ের প্রেম
দম্ভ আর অহংকারে গড়েছো প্রেমের পর্বত ধরাধম।
সামান্য এ সত্যটুকু, শোধরাতে বলেছি তোমাকে
দেখেছি মাতৃকার প্রেম অন্য এক বুকে সুপ্ত থাকে।

জনতা চেয়েছে শুধু কিছু প্রেমের পটভূমি
যদি জননেতা হও আজ থেকে শুরু করো তুমি ।
----৩০-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।