আমার কবিতা আমি লিখে যাবো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আল-কোরআনের সুর আমি গেয়ে যাবো
কবিতায় কাবিতায় লিখে যাবো মাওলার গান
অন্তরে জ্বলে যাবো মহান আল্লাহ’র প্রদীপ
আমি হবো গোলাম, আমি হবো নবীর উম্মত।

হৃদয়ের মেঘমালা ভেদ করে নূরের আলো জাগাবো
কবিতা নয় শব্দের খেলা,নয় শুধু তাগুদের সংগীত লীলা
কবিতা তো অবিকল আঁধারের মশাল
অচেনা পথের আলোক বর্তিকা-

কবিতার চোখ আছে, কবিতার প্রাণ আছে, আছে কিছু
বিবেক শাসিত শিরহণ-
আছে কিছু বিরহের অগ্নি শ্মশান-
তবু লিখি আমি আল-কোরআনের গান
কবিতার চরণ।

কবির কবিতাও সভ্যতার চাষাবাদ করে
কবিতাও চায় মনিব গোলামের আত্ত্বার মিলন
আমার কবিতা আমি লিখে যাবো, আমি গেয়ে যাবো
আল-কোরআনের সুরে সুরে ওই মাওলার গান ।

কবিতা তো গর্জে উঠে পথ হারা পথিকের সন্ধানে-
তাগুদের তুষ্টে নয় তো আমি কবি নশ্বর ভুবনে।
আমার কবিতা আমি লিখে যাবো, আমি গেয়ে যাবো
আল-কোরআনের সুরে সুরে ওই মাওলার গান ।
---২৯-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।