সন্তানকে আলো দাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

একবার ভেবে দেখো নৈতিকতা আজ কতোটা কাঙাল,
কতোটা শুন্যতায় ভরপুর আজম্ম ভেতরে তোমার।

তুমি ইচ্ছে করলে
আজই পারো নিমিষেই সব আলো জাগাতে
বিজলীর অধিক দ্রুত গতিতে রন্ধে রন্ধে পৌঁছবে
নৈতিক শিক্ষার আলো-

আদর্শ্ প্রণয়ের উৎসব হবে পৃথিবীর মানুষে মানুষে
ন্যায়ের প্রদীপ জ্বলতে এতোটুক দেরী হবেনা
তুমি ইচ্ছে করলে-

সীমাহীন মরুদ্যানে মানবিক বৃক্ষ গজাবে
তুমি ইচ্ছে করলে
হৃদয়ে হৃদয়ে গড়ে উঠবে সাম্যের আশ্রম
পিতার গর্ব্ হবে সন্তান,
পৃথিবী পাবে আগামীর সূর্য্ ।

অন্ধকারে থেকো না আর হে পৃথিবীর পিতা
সন্তানকে আলো দাও, মৌনতা ভাঙ্গবে বিজয়ের।
---২৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


০২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।