যদি না হয় স্মার্ট্
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উদার মন বুদ্ধি জ্ঞান সব রুদ্ধ করি,
স্মার্ট্ দেশ হবে নাকো শ্লোগানটি ধরি।
বিমুখ হয়ে আছে দেশ প্রেম এ প্রাণ,
যদি না হয় স্মার্ট্ প্রেম জন হতে জন ।
গঙ্গা জলে ভেসে যাবে স্বপ্নের মহাতরী,
যদি না হয় স্মার্ট্ গণতন্ত্র উজার করি
যদি না হয় স্মাট স্বাধীনতার মূলমন্ত্র ধরি
যদি না হয় স্মার্ট্ ক্ষমতার সিংহাসন
থেমে যাবে, থেমে যাবে সব কলতান
যদিও সৌন্দর্যে পূর্ণ বিশ্বের উদ্যান
দেশ প্রেম যদি চলে যায় দূর হতে দূরে,
অন্তর যদি না হয় স্মার্ট্ ভালবাসার সুরে
স্মার্ট্ বাংলাদেশ হবে নাকো কোন দিনে
স্বপ্ন কাঁদবে একা বসে বিরহের সমাধিতে
প্রতিক্ষণ- প্রতিদিনে।
-------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।