স্বর্গিয় দম্পতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যুগল বন্ধনে কেটে গেল, ওরে যাত্রী,
স্বর্গিয় পরশে দূর হল ঘন কালো রাত্রি !
সূর্যের চোখ যেমন প্রভাতের দীপালোক
তেমনই প্রেয়সীর আনন্দ অশ্রু- চোখ।
গভীর প্রাণ হতে প্রাণে
ভালবাসার ফুল দেখেছি তোমাদের কাননে
যেখানে তোমরা দু’জনা
স্বর্গিয় দম্পতি ! পৃথিবীর মোহনা।
আজিকার দিনে তোমাদের বিপুল অভ্যর্থনা,
প্রভূর দরবারে প্রাণ খুলে প্রার্থনা-
শুভ হউক! শুভ হউক! আগামীর পথ চলা
পূর্ণি আলোয় জেগে উঠুক রাত্রির কাফেলা।
-----------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।