বিচারহীনতার সংস্কৃতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিচারহীনতার সংস্কৃতি নেপথ্য পৃথিবীতে,
এই নগ্ন চর্চা এখন স্বাধীন বাংলার বুকেতে!!
বিচারক অদৃশ্য শক্তির প্রচ্ছন্ন জোয়ারে,
অনেক বিপন্ন প্রাণ জুলুম -অত্যাচারে।
ক্ষমতার বাহু বল কেড়ে নিতে নিতে
অধিকারগুলো জড়া জীর্ণ্ বিষণ্ণ
প্রচন্ড কষাঘাতে ।
বিচারহীনতার সংস্কৃতি শাসকের কোষে কোষে
কুশাসনের দোষে দোষে
নিঃশব্দে ধ্বংসের বীজ বুঁনেছে প্রত্যেক স্নায়ুতে
এখন বীভৎস উৎসব দুর্ণীতিবাজদের গদিতে !!
আমজনতা বিচার চাবে কার কাছে ?
বিচারকের ডাল পালা সব গেছে পঁচে !!
বিচারহীনতার সংস্কৃতি নেপথ্য পৃথিবীতে,
এই নগ্ন চর্চা এখন স্বাধীন বাংলার বুকেতে!!
--------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।