যদি সাম্যের ডা্ক দিত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই বৈচিত্রময় পৃথিবীতে মানবের ফুল,
কখনো কখনো রচে যায় জীবনের ভুল !
তারা কখনো নিজেকে ভাবে জ্ঞান ঈশ্বর,
এখানেই অহংকারে হারায় শুভ্র অন্তর।
ওরা বুঝেনা কি পরাজয় এই দৃষ্টিতে,
ওরা বুঝে না কি অনল নগ্ন কৃষ্টিতে।
ধবংসের কারুকার্যে মানুষেরা নিয়মিত,
আপনাকেই করে উত্তপ্ত গলিত।
যদি সাম্যের ডাক দিত,
এই পৃথিবী প্রতি প্রহরে হেসে উঠত
এই অন্তর পেত না কভূ প্রমত্ত প্রতিঘাত।
পৃথিবীর বুকে রচিত হত না রক্তাক্ত ইতিহাস,
কি এক ভয়ঙ্কর পরিহাস!
----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৭-২৩ ইং।
******************************
০৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।