মোঃ বজলুর রহমান সরকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সরকার,
মুজিব ডাকে করেছিল মুক্তিযুদ্ধ দুরুন্ত -দুর্বার!
রাওনাট গ্রামের গর্বিত কৃতি সন্তান,
২৭ জুন,২০২৩ ইং চিরবিদায়ে স্পন্দিত প্রাণ।
জাতি শোকাহত তবু শক্তি করেছে সঞ্চার
এই বঞ্চিত দেশ ও জাতির অমূল্য উপহার
একজন অকোতভয় বীর মুক্তিযোদ্ধা
দিয়ে গেছে বাঙালিকে অমৃতের অধিকার।
এই বিদায় নহে চির বিদায়, নহে চির বিশ্রাম
তুমি উদিত সোনালী রবি, এই নশ্বর ধরাধাম।
রক্তে রক্তে লাল -সবুজে লিখে গেছো নাম
আমার সোনার বাংলা শিরোনাম।
দু’হাত তুলে ফরিয়াদ করি আরশে আযীম দরবার
তিনি যেন উত্তম উপহার দেন অনন্ত প্রান্তর।
বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সরকার,
মুজিব ডাকে করেছিল মুক্তিযুদ্ধ দুরুন্ত -দুর্বার
-----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৭-২৩ ইং।
******************************
০৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।