লাগাম টানতে হবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সময় এসেছে লাগাম টানতে হবে এখন,
ওরা বড় বেশী বেড়ে গেছে এই প্রাঙ্গন।
শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি
রক্ত স্মাত গঙ্গায় ভাসে কত শত শহীদি প্রাণ!
শিরা উপশিরাগুলো স্তম্ভিত হয়ে আসে
যখন শুনি বিদ্রোহীরা এখনো রঙ্গ হরষে !
ছদ্মবেশী আড়ালে ওরা বড় অগ্রণী,
সময় এসেছে লাগাম টানতে হবে এখনি।
সত্য জানাতে এতো ভীরুতা কেন ?
এই জাতি তো কাপুরুষ নয়
মু্ক্তি যুদ্ধের প্রশ্নে নেই কোন সংশয় !
একটি বজ্র কন্ঠ, একটি নির্দেশিত অঙ্গুলি
বাঙালি মুক্তির অমর কবিতা, আলোক দীপালি।
রক্তে আঁকা লাল সবুজ পতাকা-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
-------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************


০৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।