অযূত কষ্ট থেকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
না বলা কথার অযূত কষ্ট থেকে
তোমাকে বলতে এসেছি
ফুটে উঠেছে ফুল থরে থরে অফুরান।
যে ফুলের সুবাসে ব্যাকুল মাতাল আমি
তাকে বলতে এসেছি
হৃদয়ের গভীরে এক তরঙ্গ দোলায়
গেয়ে ফেলেছি ভালবাসার গান।
আই লাভ ইউ, আই লাভ ইউ
তুমি কিছু বলবে না, বলে ফেল
আমি যে সেই পথে চেয়ে আছি
বকুল ঝরা কাননে
দিবো ভালবাসার মালা,যদি ভালবাসো
তোমার জন্য ফুল এনেছি,
হাত দু’টো বাড়ায়ে দাও, ফুল দিবো আমি।
---------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ০৯-০৭-২০২৩ ইং
০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।