তুলেছি পাপী হাত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে প্রভূ ! তোমার দরবারে তুলেছি পাপী হাত!
কবুল কর হে ! কবুল কর হে ! মোর মোনাজাত।
আমি পাপী, আমি গুনাগার দাও মোরে হেদায়েত
আমি যেন পাই তোমার করুণা- রহমত।
হইয়েছি গোলাম তোমার করি যেন ইবাদত
এ মোনাজাত তোমার দরবারে করি গো আমি,
অনন্ত হাশরে দিয়ো গো ছায়া - অবিনশ্বর তুমি।
তুমি ছাড়া কে আছে বল দুনিয়া- আখেরে,
তাই তো ফরিয়াদ করি ক্ষমা করো হে
অনন্ত হাশরে—
হে প্রভূ ! তোমার দরবারে তুলেছি পাপী হাত !
গোলাম আমি নত শির দিয়োগো নাজাত।
আমি পাপী, আমি গুনাহগার
তুমি তো নাজাতের মালিক হে পারওয়ার দীগার।
----------------------------------------


রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ০৯-০৭-২০২৩ ইং
*********************


০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।