লজ্জায় লাল হয়েগেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
লজ্জায় লাল হয়েগেছে প্রভাতের আঁকাশ !
সর্যের হাসিটা মেঘের আড়ালে লুকানো বেশ।
মাথা উঁচু করে আর হাসেনা, কথা বলে না
লজ্জবতীর মতো ঘোমটা পড়ে আছে ঢাকনা।
ভালবাসার চারিদিকে শুন্যতার খেলা
হৃদয়ে জমেছে কত শত ব্যদনার মেলা।
-------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ১০-০৭-২০২৩ ইং
*********************
১০-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।