যুদ্ধের হাতিয়ার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আয় জনতা, আয় জনতা
যুদ্ধ করে যাই,
বিজয়ের মালা গলায় দিয়ে
হাসবো সবাই ভাই ।

পতাকা আমার রক্তপুকুর
লক্ষ শহীদের জল,
শিকল বেড়ি পড়াবো হাতে
সকল চোরের দল।

প্রতিবাদ যেথায় ঘুমিয়ে থাকে
ভাঙ্গে নদীর কূল
স্বৈরাচার সেথায় জনতার সনে
ছিটায় পঁচায় ফুল।

গর্জে উঠা বজ্র স্বরে
জন মুক্তির ঘর
রক্ত হতে লাল - সবুজ
যুদ্ধের হাতিয়ার।
-----------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২২-০৭-২৩ ইং।
****************************


২২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।