ডেঙ্গ মশারা এসেছে চারিদিক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ডেঙ্গ মশারা এসেছে চারিদিক! অবাক অভ্যুদয় !
যদিও পারে না হাঁটুর উপড়ে তবু ভয়! তবু ভয় !
হাঁটু নীচে শূল বিধায় কামড়ায় বিপুল যন্ত্রনায়,
জনে জনে মৃত্যু ভয় !
চারিদিকে ডেঙ্গ মশারা উদ্দাম ভয়হারা
ভয় নেই প্রতিশেধক পেয়েছি, দেও সাড়া, দেও সাড়া
নারকেল তেলের গন্ধ ওরা করে না পছন্দ,
হাঁটু নীচ থেকে তেল মেখে মেখে করো ছন্দ
ডেঙ্গ মশারা খুঁজে পাবে না তোমার গন্ধ
বদ্ধ হবে এই আতংক এই যুদ্ধ !
ভোর আর সন্ধ্যায় হও তুমি সচেতন
মশারি টানাও, বদ্ধ পানির দ্বার খুলে দাও
পরিস্কার পরিছন্ন রাখ বাড়ি ঘরের আশ-পাশ
ডেঙ্গু মশারা হেরে যাবে, করবে না পরিহাস।
তুমি হও জীবন প্রেমি-
সচেতন হও, আপনের প্রতি দিবা-যামী।
-------------------------------------
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-০৭-২০২৩ ইং
*********************


২৬-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।