ভালবাসার নদী গিরি বনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই হৃদয়ের গভীরে প্রতিধ্বনি শুনি,
কেউ যেন ডাকে মোরে প্রেমের ধরণী।
দেখা নেই ছোঁয়া নেই তবু বাজে সুর,
উথরোল তরঙ্গে তরঙ্গে ডাকে সুমধুর।
কভূ কি চিনেছি তারে শিহরণ বেলা ?
তবু কেন সুর তুলে তবলা বেহেলা !
কে গায় এই গান মুসকি হেসে হেসে
যারে এতো ভালবাসি
ক্ষণে ক্ষণে নিঃশ্বাসে ।
সে কি অনুভব করেছে কিছু ?
কে তুমি অস্থি মজ্জায় নিয়েছো পিছু।
কে তুমি ভালবাসার নদী গিরি বনে
পূর্ণি ঝলকে জেগে উঠ হৃদয় গগণে।
---------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৭-২৩ ইং।
****************************


২৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৭-২০২৩ ২৩:৪১ মিঃ

চমৎকার শব্দের অনুপম বুনন
মুগ্ধতা ।

মোঃ আমিুল এহছান মোল্লা
২৮-০৭-২০২৩ ১৮:১১ মিঃ

ধন্যবাদ, আপনার মূল্যবান অনুপ্রেরণার জন্য।