দোসরের ছানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পীছ ঢালা রাজ পথে পল্টল ময়দানে,
প্রতিবাদ মুখরে শ্লোগানে শ্লোগানে
উত্তাল নগরী জনতার মিছিলে,
বজ্র কন্ঠ শুনি ,নেতা নাই দলে,
মিছিলের শ্লোগানে দোসরে ভরে,
ডাক দেয় নামাও তারে
গলা খান ছেড়ে !
নেতা সে মঞ্চে কত কথা বলে,
রাত্রির আঁধারে সন্ধি করে চলে।
উত্তাল মিছিলে নেতা নাই ভয়ে,
শ্লোগানে শ্লোগানে জনতা ক্ষয়ে।
চোর ডাকাত দস্যু মেলে কচি ডানা
নাহি চিনে জনতা দোসরের ছানা।
------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৭-২৩ ইং।
****************************


২৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।