অপূর্ব্ সৃষ্টি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নারী হলো জগতের অপূর্ব্ সৃষ্টি
নর ছন্দের কবিতা বা কৃষ্টি ।
রূপ লাবণ্য আল্লাহ’র প্রদত্ত দান,
প্রেম ভালবাসা মানবের শুভ্র প্রাণ।
আল্লাহ স্বহস্তে করেছে তা সম্প্রদান,
যুগল বন্ধনে প্রেম হয়েছে গরিয়ান।
প্রেমের এতো শোভা! এতো গান
নর-নারী দিয়েছে অমৃতের ঘ্রাণ।
-------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৭-২৩ ইং।
****************************
২৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।